সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


বিজ্ঞাপনে গণেশের ছবি, হিন্দুদের কাছে ক্ষমা চাইল রিপাবলিকানরা


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৮

বিজ্ঞাপনে গণেশের ছবি, হিন্দুদের কাছে ক্ষমা চাইল রিপাবলিকানরা

হিন্দুদের সমর্থন পাওয়ার আশায় প্রকাশিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে হিন্দুদের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি।



হিন্দুদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে টেক্সাসে রিপাবলিকান দলের ফোর্ট বেন্ড কাউন্টি শাখা কর্তৃক স্থানীয় পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপন নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় মার্কিন হিন্দুদের মাঝে।



ওই বিজ্ঞাপনে দেখা যায়, হাতির মাথা বসানো দেবতা গণেশের ছবির নিচে রাজনৈতিক একটি বার্তা লেখা রয়েছে: ‘আপনি কি একটি গাধার পূজা করবেন, নাকি হাতির? পছন্দ আপনার।’



উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট দলের রাজনৈতিক প্রতীক গাধা আর হাতি প্রতীক রিপাবলিকান দলের।



এতে ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। বিজ্ঞাপনটিতে কেন গনেশের ছবি ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যাও জানতে চাওয়া হয়েছে।





ফাউন্ডেশনের একজন বোর্ড সদস্য ঋষি ভুতাদা এক বিবৃতিতে বলেছেন, ‘হিন্দুদের গুরুত্বপূর্ণ একটি উৎসবের সময় যে হিন্দুদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে সেটা প্রশংসাযোগ্য। তবে দেবতা গনেশের সঙ্গে একটি রাজনৈতিক দলের প্রতীকের ওপর ভিত্তি করে দল বেছে নেওয়ার তুলনা করার মধ্যে সমস্যা রয়েছে। এটি অশোভন।’



হিন্দুদের দিক থেকে এই ক্ষোভ প্রকাশের পর ফোর্ট বেন্ড কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জেসি জেটন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘হিন্দু রীতিকে অসম্মান করার জন্যে এটা করা হয়নি। বিজ্ঞাপনের কারণে যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমরা তার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে অবশ্যই এরকম অভিপ্রায় আমাদের ছিল না।’ সূত্র: বিবিসি



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top