সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


গণমাধ্যমে প্রকাশিত প্রার্থী তালিকা ভুয়া ও মনগড়া: বিএনপি


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৬

গণমাধ্যমে প্রকাশিত প্রার্থী তালিকা ভুয়া ও মনগড়া: বিএনপি

বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এ ধরনের মিথ্যা ও আজগুবি খবর প্রকাশে সরকারি এজেন্সিগুলো ইন্ধন দিচ্ছে।



শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



বিবৃতিতে নজরুল বলেন, কিছুদিন ধরে কয়েকটি সংবাদপত্রে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে সম্পূর্ণ হীন উদ্দেশ্য দেশব্যাপী সংসদীয় এলাকাগুলোতে বিএনপির নামে প্রার্থী তালিকা প্রকাশের ঘটনায় আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। সংবাদপত্রে প্রকাশিত উক্ত প্রার্থী তালিকা সম্পূর্ণভাবে ভুয়া ও মনগড়া।



তিনি বলেন, এধরনের মিথ্যা ও আজগুবি খবর প্রকাশে সরকারি এজেন্সিগুলো ইন্ধন দিচ্ছে বলে আমরা মনে করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে প্রকাশিত বানোয়াট সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যই হচ্ছে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।



প্রকৃত তথ্য না জেনে এ ধরনের সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top