সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বাতিল হচ্ছে সু চির কানাডার সম্মানজনক নাগরিকত্ব


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৪

বাতিল হচ্ছে সু চির কানাডার সম্মানজনক নাগরিকত্ব

কানাডার পার্লামেন্টে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে।



সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়াতেই বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে কানাডার পার্লামেন্ট।



২০০৭ সালে সু চিকে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছিল কানাডা। কানাডাতে এ পর্যন্ত মাত্র ছয়জন মানুষকে এ সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। ফলে এটি বিরল সম্মান ছিল সু চির জন্য। এর আগে অক্সফোর্ডসহ ব্রিটেনের কয়েকটি শহর তাকে দেওয়া সম্মাননা প্রত্যাহার করে নিয়েছিল।



অবশ্য কানাডার পার্লামেন্টের নিম্মকক্ষ হাউজ অব কমন্সে সু চির নাগরিকত্ব প্রত্যাহারের এই একক সিদ্ধান্তে বাস্তবে কোনো প্রভাব পড়বে না। কারণ নাগরিকত্ব প্রত্যাহার করতে হলে উচ্চকক্ষ সিনেটেও প্রস্তাব পাশ হতে হবে। কানাডার কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, সিনেটেও প্রস্তাবটি পাশ হয়ে যাবে।



এর আগে বুধবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, সু চিকে নাগরিকত্বের সম্মান জানানোর প্রয়োজন আর আছে কি না, তা পুনর্বিবেচনা করা হচ্ছে। অবশ্য এ পদক্ষেপের কারণে লাখ লাখ রোহিঙ্গার দুর্দশা যে লাঘব হবে না তাও ট্রুডো উল্লেখ করেছেন।



গত সপ্তাহে কানাডার হাউজ অব কমন্সে রোহিঙ্গা নির্যাতনকে ‘গণহত্যা’ উল্লেখ করে একটি প্রস্তাব পাশ হয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top