সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বুলগেরিয়ায় অনুসন্ধানী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৮ ০০:১৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৩

বুলগেরিয়ায় অনুসন্ধানী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা

বুলগেরিয়ায় একটি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধানী নারী সাংবাদিককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।



রোববার দেশটির কর্মকর্তারা জানান, ৩০ বছর বয়সি ভিক্টোরিয়া ম্যারিনোভা নামের ওই সাংবাদিকের লাশ শনিবার দেশের উত্তরের রিউজ শহরের একটি পার্ক থেকে উদ্ধার করা হয়।



রিউজের আঞ্চলিক কৌঁসুলি জর্জ জর্জিয়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ম্যারিনোভার মোবাইলফোন, গাড়ির চাবি, চশমা ও তার আংশিক পোশাক নিখোঁজ রয়েছে।’



জর্জিয়েভ বলেন, ‘মাথায় আঘাতের পর দম বন্ধ করে ম্যারিনোভাকে হত্যা করা হয়েছে।’



ম্যারিনোভাকে হত্যার ঘটনায় তার ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনের সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে তদন্ত করা হচ্ছে।



স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদেন ম্যারিনভ সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন যে, ভিক্টোরিয়া ম্যারিনোভাকে ধর্ষণ করা হয়েছে।



প্রধানমন্ত্রী বয়কো বরিসভ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘তদন্তে ইতোমধ্যে বেশ অগ্রগতি হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য কিছু  উপাদান সংগ্রহ করা হয়েছে। ঘাতককে খুঁজে বের করা এখন শুধু সময়ের ব্যাপার।’



তথ্য : আল জাজিরা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top