সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ভারতে পূজার ভিড়ের ওপর দিয়ে চলে গেল ট্রেন, নিহত ৫০


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০১৮ ২২:৩৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪০

ভারতে পূজার ভিড়ের ওপর দিয়ে চলে গেল ট্রেন, নিহত ৫০

রেল লাইনে দাঁড়িয়ে থাকা ভিড়ের ওপর দিয়ে চলে গেল দ্রুত গতির ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃতসরের চৌরা বাজার এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় পুলিশ এবং উদ্ধারকারীরা। ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ।



প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের পাশে দশেরার রাবণের মূর্তি পোড়ানো হচ্ছিল। রেললাইনের পাশে সেই রাবণ পোড়ানো দেখতে দাঁড়িয়ে ছিলেন কয়েকশ মানুষ।



রাবণ পোড়ানোর সময়ে বাজির আগুন ছিটকে আসতে থাকে। তখনই দর্শকরা সরে লাইনের ওপর উঠে আসেন। তারা খেয়াল করেননি তখন আপ এবং ডাউন দুই লাইনেই এক্সপ্রেস ট্রেন আসছে। কোনও দিকে সরতে পারেননি কয়েকশ মানুষ। ট্রেনের চাকার তলায় পিষে যায় একের পর এক মানুষের দেহ।



অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব এনডিটিভিকে জানান, এই দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আমরা লোকজনদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করেছি। অন্তত ৬০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তত ৭০০ মানুষ ঘটনাস্থলে ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।



বার্তা সংস্থা এএনআইকে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় প্রশাসন ও দুর্গাপূজা কমিটি এই দুর্ঘটনার জন্য দায়ী। ট্রেন আসার সময় তাদের সতর্কতা সংকেত বাজানো উচিত ছিল। ট্রেন থামানো বা গতি কমানোর বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা তাদের দায়িত্ব ছিল।’



একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, হতাহতের সংখ্যা নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। হতাহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top