সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


রাশিদার সঙ্গে ইতিহাস গড়ে কংগ্রেসে ইলহান


প্রকাশিত:
৭ নভেম্বর ২০১৮ ১৩:১০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৩

রাশিদার সঙ্গে ইতিহাস গড়ে কংগ্রেসে ইলহান

ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা তালিবের পর ইতিহাস গড়লেন আরেক মুসলিম নারী ইলহান ওমর। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্রথম সোমালি-আমেরিকান মুসলিম নারী হিসেবে কংগ্রেসে জয়ী হয়েছেন ইলহান। খবর টাইমের।



২০১৬ সালে মিনোসোটার প্রতিনিধি পরিষদে প্রথমবারের মতো আইনপ্রণেতা নির্বাচিত হন ইলহান। তবে মঙ্গলবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে কংগ্রেসে প্রথম মুসলিম কিথ অ্যালিসনের স্থলাভিষিক্ত হবে তিনি। এর আগে গত আগস্টে অ্যালিসনের আসনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জয়ী হয়েছিলেন ইলহান।





 

সবার জন্য চিকিৎসা, ফৌজদারি ব্যবস্থার সংস্কার এবং সর্বনিম্ন মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুর সমর্থক ইলহান নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জেনিফার জিয়েলিনস্কিকে পরাজিত করেন।



এর আগে প্রথম সোমালি-আমেরিকান হিসেবে ২০১৬ সালে মার্কিন আইনপ্রণেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে ইতিহাস গড়েছিলেন ইলহান। মাত্র ১২ বছর বয়সে একজন সোমালি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ইলহান টাইম ম্যাগাজিনকে বলেছিলেন, তার দাদা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে পছন্দ করতেন, তাই রাজনীতির ব্যাপারে তার মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।



দুই বছর আগে মার্কিন আইনপ্রণেতা নির্বাচিত হওয়ার পর অভিবাসী ও নির্বাচন করতে চাওয়া কালো নারীদের প্রতি সমর্থন জোরদার করেন ইলহান।



উল্লেখ্য, এবারের মধ্যবর্তী নির্বাচনে শতাধিক নারী নির্বাচন করেছেন। যা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে একটি রেকর্ড।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top