সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লাখ,মৃত বেড়ে ১ লাখ ৩৫ হাজার


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২০ ২২:৫১

আপডেট:
১৬ এপ্রিল ২০২০ ২২:৫৩

ফাই্ল ছবি

প্রভাত ফেরী: করোনায় স্তব্ধ হয়ে আছে পুরো বিশ্ব। বহু দেশ লকডাউন ঘোষণা করেছে। এরপরেও থামছে না মৃত্যুর মিছিল। আর প্রতি মূহুর্তেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বে এখন প্রায় ২১ লাখ ছুঁইছুঁই বিশ্বজুড়ে কোভিড-১৯ (করোনাভাইরাস) আক্রান্তের সংখ্যা। মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ৪০৩ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ১৭১ জন। অবস্থা আশঙ্কাজনক ৫১ হাজারের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ আপডেট অনুযায়ী এ পর্যন্ত করোনায় বিশ্বে মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ৮৩ হাজার ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৫১৫ জন। মারা গেছে ৭ হাজার ৯৬০ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। মারা গেছে ২৮ হাজার ৫২৯। সুস্থ হয়েছে ৪৮ হাজার ৭০১ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮ হাজার ৫২৯ জন, আর আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৬ জন। যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে-১ লাখ ৮০ হাজার ৬৫৯ জন। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৮১২ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৭ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন, মারা গেছে ২১ হাজার ৬৪৫ জন (বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ইতালিতে)। সুস্থ হয়েছে ৩৮ হাজার ৯২ জন। ফ্রান্সে মোট আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৮৬৩, মৃতের সংখ্যা ১৭ হাজার ১৬৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে সাড়ে চার হাজারের বেশি। মারা গেছে প্রায় দেড় হাজার।

জার্মানিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড: জার্মানিতে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় তিন শতাধিক করোনায় আক্রান্ত মানুষে মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে প্রাণহানির সংখ্যা হলো ৩ হাজার ৮০০ এর বেশি। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন বৃহস্পতিবারের এক প্রতিবেদনে জার্মানির পাবলিক হেলথ ইনস্টিটিউটের বরাতে জানানো হয়েছে বুধবার একদিনে ৩১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃ্ত্যুর রেকর্ড।

এছাড়া জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৬৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। জার্মানিতে করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা এখন আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ৪৫০ জন। দেশটিতে গত কিছুদিন ধরে আক্রান্তের সংখ্যা কমলেও আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণহানি। তবে আশার খবর দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থের সংখ্যা এখন ৭৭ হাজারের বেশি।

স্পেনের ২৭ হাজার চিকিৎসাকর্মী আক্রান্ত: স্পেনের ২৭ হাজারেরও বেশি চিকিৎসাকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিনিউজ এই খবর জানিয়েছে। এদিকে লকডাউন শিথিলের পর দেশটিতে আক্রান্তের হার বাড়তে শুরু করেছে।

করোনাভাইরাসের মহামারিতে ইউরোপে আক্রান্ত দেশগুলোর অন্যতম স্পেন। এ পর্যন্ত দেশটিতে মোট এক লাখ ৭৭ হাজার ৬৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৮ হাজার ৫৭৯ জন। যুক্তরাষ্ট্র ও ইতালির পর এটাই সর্বোচ্চ সংখ্যা। বুধবার স্পেনের জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক ফার্নান্দো সাইমন জানান, মহামারি মোকাবিলা করতে গিয়ে বহু সংখ্যক চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মী আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছেন বলে জানান তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top