সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


দীর্ঘ দেড় মাস পর বাড়ির বাইরে স্পেনের শিশুরা


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২০ ২৩:০৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০১

 

প্রভাত ফেরী: প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেইসাথে বিশ্বব্যাপি চলছে আতঙ্ক। এ প্রাণঘাতী ভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম স্পেন। করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন চলছে স্পেনে।

এদিকে, শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে রবিবার থেকে ১৪ বছরের কমবয়সী শিশুদের বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দেওয়ার ঘোষণা দেয় সরকার।

ফলে ছয় সপ্তাহেরও বেশি সময় জরুরি অবস্থায় ভেতর বাড়িতে থাকার পর মুক্ত বাতাস নিচ্ছে দেশটির শিশুরা। সকাল থেকে রাজধানী মাদ্রিদ ছাড়াও গোটা দেশের শিশুদের বাবা-মায়েদের সঙ্গে বাড়ির বাইরে বের হতে দেখা যায়।

স্পেনের মানুষ জরুরি অবস্থা জারি থাকার কারণে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না। দোকানপাট আর অর্থনৈতিক কার্যক্রম ছাড়াও বন্ধ রয়েছে খেলার মাঠ, পার্ক, জাদুঘরসহ অন্যান্য বিনোদন কেন্দ্র। তাই সরকারের এমন সিদ্ধান্তে শিশু ও তাদের অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্পেনের অনূর্ধ্ব ১৪ বছর বয়সী প্রায় ৬৩ লাখ শিশু এখন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে মাত্র এক ঘণ্টার জন্য বাড়ির বাইরে থাকতে পারবে। তাদের গন্তব্য হবে বাড়ির এক কিলোমিটারের গন্ডির মধ্যে, সঙ্গে থাকবে বাবা-মা কিংবা পরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তি। আর একদলে তিন জনের বেশি হবে না।

করোনা সংক্রমণ কমতে শুরু করেছে স্পেনে। রবিবার দেশটিতে নতুন করে ২৮৮ জন মারা গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯০ জনের এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন।


বিষয়: স্পেন


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top