সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করছে উগ্র জাতীয়তাবাদ


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০১৮ ২৩:২৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫১

ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করছে উগ্র জাতীয়তাবাদ

দেশে দেশে ধর্মীয় স্বাধীনতাকে উত্তরোত্তর খর্ব করছে ‘আগ্রাসী’ উগ্র জাতীয়তাবাদ। গায়ের জোরে কেড়ে নেওয়া হচ্ছে মানুষের ধর্ম পালনের অধিকার। গত দু'বছরে যে ১৮টি দেশে উগ্র জাতীয়তাবাদের এই ধরনের দাপাদাপি, আগ্রাসন সবচেয়ে বেশি বেড়েছে, তার মধ্যে একেবারে সামনের সারিতে রয়েছে ভারত ও চীনের নাম। যে ৩৮টি দেশে রীতিমতো বিপদের মুখে পড়ে গিয়েছে ধর্মীয় স্বাধীনতা, তাদের মধ্যে রয়েছে নাইজার, মিয়ানমার, আলজেরিয়া, তুরস্ক ও রাশিয়ার নামও।



আনন্দবাজার জানায়, ‘এইড টু দ্য চার্চ ইন নিড’ নামে একটি ক্যাথলিক এনজিও’র সাম্প্রতিক একটি প্রতিবেদনে এই অশনি সঙ্কেত দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের জুন পর্যন্ত গত দু'বছরে ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত সবচেয়ে বেশি চোখে পড়েছে বিশ্বের ২১টি দেশে। যাদের মধ্যে ভারত ও চীন ছাড়াও রয়েছে মিয়ানমার ও নাইজারের নামও।



তবে গত দু'বছরে আলজেরিয়া, তুরস্ক, রাশিয়াসহ ১৭টি দেশেও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাতের ঘটনা ঘটতে দেখা গিয়েছে বলে ওই প্রতিবেদন জানিয়েছে। বিশ্বের ১৯৬টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে এই প্রতিবেদন বানানো হয়েছে। এটাই ওই ক্যাথলিক এনজিও'র চতুর্দশ দ্বিবার্ষিক প্রতিবেদন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top