সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সিরিয়ায় হামলা জোরদার করবে ইসরায়েল: নেতানিয়াহু


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০১৮ ০২:০৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪০

সিরিয়ায় হামলা জোরদার করবে ইসরায়েল: নেতানিয়াহু

মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার ওপর হামলা জোরদার করবে ইসরায়েল। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা জানান। খবর পার্সটুডের।

নেতানিয়াহু বলেন, আমরা সিরিয়ায় ইরানি সেনাদের প্রবেশাধিকার রুখে দেয়ার প্রচেষ্টা জোরদার করব। আমরা আমাদের প্রচেষ্টা কমিয়ে আনছি না বরং তা আরও বাড়াব।

বৃহস্পতিবার অধিকৃত বিরশেবাতে ইসরাইল-গ্রিস-সাইপ্রাস ৫ম সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন। মার্কিন সরকারের পূর্ণ সমর্থন নিয়ে সিরিয়ায় ইসরাইলের অপরাধমূলক তৎপরতার কথাও তিনি স্বীকার করেন। এর আগে সিরিয়ায় বহুবার ইসরাইল হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। নেতানিয়াহু দাবি করেন, সোমবার ট্রাম্প তাকে টেলিফোনে এ সিদ্ধান্তের কথা জানান। এছাড়া, মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও নেতানিয়াহুকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা জানান। 

ট্রাম্প সিরিয়ার বিজয় দাবি করে সব সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তবে তার এ আকস্মিক ঘোষণায় মার্কিন কংগ্রেসম্যানরা বিস্মিত হয়েছেন। সিরিয়ায় বিজয়ের বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।- আরটিভি 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top