সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


গৃহকর্মীকে যৌন হেনস্তা করেছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট


প্রকাশিত:
১ জানুয়ারী ২০১৯ ১১:০১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৩

গৃহকর্মীকে যৌন হেনস্তা করেছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

কিশোর বয়সে এক গৃহকর্মীকে যৌন হেনস্তা করেছিলেন বলে এক বক্তৃতায় জানান ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এরপর থেকে তার তীব্র সমালোচনা শুরু হয়। অবশ্য পরবর্তীতে এই বক্তব্যকে কৌতুক হিসেবে উড়িয়ে দিয়েছেন তিনি।



 



নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ তার বিতর্কিত স্বীকারোক্তিতে দুতার্তে বলেছেন, হাইস্কুলে পড়াকালীন তার সঙ্গে এক ধর্মযাজকের পরিচয় হয়। ওই যাজকের গৃহকর্মী ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তিনি কিভাবে ঘরের ভেতরে প্রবেশ করতেন সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন দুতার্তে।



 



শনিবার রাতে এক বক্তৃতায় তিনি বলেন, আমি কম্বল উঠিয়েছিলাম এবং তার অন্তর্বাসের ভেতর কী আছে সেটি স্পর্শ করার চেষ্টা করেছিলাম। আমি তাকে স্পর্শ করলে সে জেগে উঠেছিল। তারপর আমি কক্ষ ত্যাগ করেছি। পরে আবারও ওই কক্ষে ফিরে গৃহকর্মীকে নিপীড়নের চেষ্টা করেছিলাম।



 



এমন বক্তব্যের পর দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন ফিলিপাইনের এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানিতে উৎসাহ দেয়ার অভিযোগ করেছে।



 



দুতার্তের এমন বাজে স্বীকারোক্তির নিন্দা জানিয়েছেন দেশটির নারী মানবাধিকার কর্মী গ্যাব্রিয়েলা। একই সঙ্গে তার পদত্যাগ দাবি করে গ্যাব্রিয়েলা বলেন, প্রেসিডেন্ট দুতার্তে ধর্ষণ চেষ্টার স্বীকারোক্তি দিয়েছেন।



 



এর আগে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় দুতার্তে বলেছিলেন, তিনি ‘সুন্দরী’ অস্ট্রেলিয়ান এক নারী ধর্মপ্রচারককে ধর্ষণ করতে চেয়েছিলেন, যিনি ফিলিপাইনের কারাগারে দাঙ্গায় নিহত হন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top