সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


শুক্রবারও গাজায় ইসরাইলি হামলা; নিহত বেড়ে ১১৩


প্রকাশিত:
১৪ মে ২০২১ ২১:৩৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪২

গাজায় হামলা

 

প্রভাত ফেরী: শুক্রবারও (১৪ মে) ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৮টি শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
গতকাল (১৩ মে) বৃহস্পতিবার থেকে ক্ষেপণাস্ত্রের গোলা ছুড়ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ফিলিস্তিনি সীমান্তে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েল। সীমান্ত এলাকায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে সৈন্যরা। কামান স্থাপন করে গোলা ছোঁড়া শুরু করেছে তারা।
শুক্রবার (১৪ মে) ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর টুইটার একাউন্টে বলা হয়, ‘ভূমি ও আকাশপথে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।’ তবে অপর এক বিবৃতিতে স্থলপথে হামলার কথা অস্বীকার করা হয়।
গাজায় অবস্থানরত আলজাজিরার সাংবাদিক সাফওয়াত আল কাহলুত জানান, শুক্রবার সকাল নাগাদ গাজায় প্রবেশ করেনি ইসরায়েলি সেনারা।
শুক্রবার সকালে ইসরায়েলি বিমান হামলায় গাজার উত্তরাঞ্চলে তিন ছেলেসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
হামাসের উপর্যুপরি রকেট হামলায় ইসরায়েলে এক ভারতীয় ও ছয় ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে।
তা ছাড়া দক্ষিণ লেবাননের একটি এলাকা থেকে ইসরায়েলে অন্তত তিনটি রকেট ছোঁড়া হয়েছে।
অন্যদিকে এদিন সকালে পশ্চিম তীরে ইসরায়েলি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। এর আগে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ফিলিস্তিনিরা।
পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে গত সোমবার থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়।
অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটিতে ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ঘটে। বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ও সিনাগগে আগুন দেন ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। কোথাও কোথাও ফিলিস্তিনিদের দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাটের খবর পাওয়া গেছে।
এদিকে সংঘাত বন্ধে সমঝোতা করতে মিসরের একটি দল ইসরায়েলের রাজধানী তেল আবিব পৌঁছেছে। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী রোববার তৃতীয় দফায় বৈঠকে বসবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন অবিলম্বে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।এনটিভি

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top