সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


৭.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত ইন্দোনেশিয়ায়


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২১ ০০:০০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫১

 

প্রভাত ফেরী: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ফের ৭.৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যদিও আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটির পূর্বাঞ্চলে। তখন সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও সে সময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি আছড়ে পড়ে। এতে ওই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারায়। সূত্র: দ্যা গার্ডিয়ান

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top