সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


মহড়া শেষে রুশ সৈন্যদের ফিরিয়ে নেয়া হবে


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫৮

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাক্রোঁকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, বেলারুশে চলমান সামরিক মহড়া শেষ হলে রুশ সেনাদেরকে রাশিয়ায় তাদের ঘাঁটিয়ে ফিরিয়ে নেয়া হবে। ম্যাক্রোঁর বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো এ খবর দিয়েছে।
তাসসহ রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট রোববার টেলিফোনে পুতিনের সাথে কথা বলেছেন। এ সময় পুতিন ম্যাক্রোঁকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, বেলারুশে চলমান মহড়া শেষে রাশিয়ার সেনাদের নিজ দেশে ফেরত নেয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশে স্বাগতিক দেশের সৈন্যদের সাথে রুশ সৈন্যদের যৌথ সামরিক মহড়া শুরু হয় যা এখনো চলছে। ওই মহড়ায় ৩০ হাজার রুশ সেনা অংশ নিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি তার পশ্চিমা মিত্র দেশগুলোকে জানিয়েছিলেন যে রাশিয়া শুধু পূর্ব সীমান্ত দিয়েই ইউক্রেনে হামলা চালাবে না সেইসাথে কিয়েভ অবরোধ করার জন্য বেলারুশ দিয়েও ইউক্রেনের অভ্যন্তরে সেনা পাঠাবে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়ার পর কিয়েভকে ঘিরে চলমান উত্তজনা সৃষ্টি হয়েছে। রাশিয়া গত ডিসেম্বর মাসে ন্যাটোকে এই কাজ করা থেকে বিরত থাকার এবং মস্কোকে নিরাপত্তার গ্যারান্টি দেয়ার আহ্বান জানায়। কিন্তু রাশিয়াকে সে ধরনের কোনো গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানায় ন্যাটো জোট।
বর্তমানে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি রুশ সেনা মোতায়েন রয়েছে যার কারণে আমেরিকা ও ব্রিটেনসহ বেশিরভাগ ইউরোপীয় দেশ দাবি করছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে দেশটি দখল করতে চায়; যদিও মস্কো সে ধরনের কোনো হামলা চালানোর পরিকল্পনার কথা নাকচ করে দিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top