সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


‘রাশিয়ার সামনে ইউক্রেনকে একা ছেড়ে দিয়েছে পশ্চিমারা’


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৩:১০

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮

রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, তারা একাই লড়ছেন আর শক্তিশালী দেশগুলো দূর থেকে শুধু দেখছে। খবর বিবিসির।
জেলেনস্কি বলেন, আজ সকালেও আমরা একা দেশরক্ষায় লড়ছি। গতকালের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে শুধু দেখছে।
তিনি বলেন, রাশিয়া কি গতকালের নিষেধাজ্ঞায় শান্ত হয়েছে? আমরা দেখতেই পাচ্ছি, এটি যথেষ্ট নয়।
বক্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, শুক্রবার সকালেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তিনি জানান, দ্বিতীয় দিনে ভোর ৪টা থেকেই হামলা শুরু করেছে রুশ বাহিনী।
রাশিয়া এর আগে দাবি করেছিল, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাতেই হামলা করছে। তবে জেলেনস্কির অভিযোগ, সামরিক-বেসামরিক উভয় ধরনের স্থাপনাতেই হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
প্রাণঘাতী এই সংঘাত থামাতে তিনি মস্কোর প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, দ্রুত হোক বা দেরিতে, রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতেই হবে। ফলে যত তাড়াতাড়ি সেটি করবে, ক্ষয়ক্ষতিও তত কম হবে। সেই পর্যন্ত আমরা আমাদের দেশকে রক্ষায় লড়ে যাবো।
এর আগে, পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ বাহিনী। তবে কঠিন প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন ইউক্রেনের সেনারা। প্রথমদিনের লড়াইয়েই দুই পক্ষের সামরিক-বেসামরিক মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামলার দ্বিতীয় দিনেও কিয়েভে বিস্ফোরণের খবর শোনা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top