সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


আনিসের পরিবারের সাথে দেখা করতে এসে বিক্ষোভের মুখে মন্ত্রী


প্রকাশিত:
২৬ মার্চ ২০২২ ২২:১০

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮

ভারতের পশ্চিমবঙ্গে ছাত্রনেতা আনিস খান হত্যার ঘটনায় তার পরিবারের সাথে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

শুক্রবার পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা থানায় সারদা গ্রামে আনিসের বাড়িতে গেলে এই বিক্ষোভের মুখে পড়েন তিনি।

বিক্ষোভের মুখে আনিসের বাবার সাথে দেখা না করেই ফিরে আসতে বাধ্য হলেন ফিরহাদ। তবে তিনি জানিয়েছেন, ‘বহিরাগতরা এই বিক্ষোভ দেখিয়েছেন। গ্রামের মানুষ তাদের সঙ্গেই আছেন। আনিসের বাবার শরীর খারাপ তাই তার সঙ্গে দেখা করলাম না।’

শুক্রবার বিকালে আনিসের বাবা সালেম খানের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, পুলক রায়রা। তারা সারদা গ্রামে ঢোকার আগে সীমানা গোড়া এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে বসেছিলেন। ফিরহাদ হাকিম আসার আগে আনিসের বাড়িতে তার বাবার সাথে দেখা করতে আসেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, কাসেম সিদ্দিকীরা।

প্রসঙ্গত এদিন আনিসের মৃত্যুর ৪১ দিন পার করেছে। তাই তার চেহলাম চলছিলো এই দিন। পীরজাদারা বের হয়ে যাওয়ার পর মন্ত্রী ফিরহাদ হাকিম, পুলক রায়রা সারদা দক্ষিণ দাঁ পাড়ার দিকে রওনা দিতে গেলে তারা বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, কেন আনিসের মৃত্যুর এতদিন পর আসছেন ফিরহাদ হাকিম? এতদিন কেটে গেল এখনও আনিসের পরিবার ন্যায় বিচার পাইনি।

এদিকে, ফিরে আসা প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের বক্তব্য, ‘রাস্তাটা বেশ সংকীর্ণ। ভিড় বেশি ছিল। যাওয়ার পথে আমরা খবর পাই আনিসের বাবা সালেম খান অসুস্থ। সেই কারণে তার সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি আজ।’

তিনি বলেন, ‘আমরা আগেও গেছি আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে। আবার অন্যদিন যাব।’

এদিকে আনিসের বড়ভাই সাবির খান বলেন, ‘আজ ধর্মীয় অনুষ্ঠান ছিল বাড়িতে তাই কে এসেছিল আমরা জানি না।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top