সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


বিশ্বে কোভিডে মৃতের সংখ্যা ৬১ লাখ ৭৬ হাজার ছাড়ালো


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:৫৩

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৫

 

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৬ হাজার ১৯৫ জনে। মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ১৮ লাখ পাঁচ হাজার ২৬০ জন।

এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪২ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৩৭৮ জন।


এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৮ লাখ ৩২ হাজার ৬১২ জন। মোট মারা গেছেন ১০ লাখ আট হাজার ১৯৮ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৮৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮১৬ জন। ছয় লাখ ৬০ হাজার ২৬৯ জন মারা গেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top