সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ২৩:২৩

আপডেট:
৫ এপ্রিল ২০২২ ২৩:২৮

 

২ এপ্রিল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তিকে বর্তমান বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দ্বার হিসেবে বিবেচনা করছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। এদিকে আগামী কয়েক দিনের মধ্যেই সাধারণ নির্বাচনের ডাক দিতে চলেছেন স্কট মরিসন। নির্বাচনের প্রচারণা শুরুর আগেই এমন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছতে আগ্রহী ছিলেন তিনি। খবর রয়টার্স।

একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ও ভারতের বাণিজ্যিক চুক্তিটি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী ড্যান টেহান। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। সম্পূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তিতে কাজ করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ভার্চুয়াল অনুষ্ঠানটি সরাসরি প্রত্যক্ষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ বিষয়ে মরিসন বলেন, এটাকে আমরা অন্তিম কোনো রূপ হিসেবে দেখছি না। বরং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় হওয়ার ধাপ হিসেবে বিবেচনা করছি।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটির ওপর নির্ভরতা কমিয়ে এনে রফতানি বাজারে বৈচিত্র্য আনার পরিকল্পনা করছেন মরিসন সরকার। অস্ট্রেলীয় কয়েকটি পণ্যের ওপর চীন নিষেধাজ্ঞা জারি করার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এ চুক্তির ফলে ভারতে ৮৫ শতাংশেরও বেশি অস্ট্রেলীয় পণ্য রফতানির ওপর থেকে শুল্ক তুলে নেয়া হবে, যার মূল্য দাঁড়ায় মোট ১ হাজার ২৬০ কোটি অস্ট্রেলীয় ডলার। ভারতে রফতানীকৃত শুল্কবিহীন অস্ট্রেলীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে ভেড়ার মাংস, কপার, কয়লা, অ্যালুমিনা, অস্ট্রেলীয় গলদা চিংড়ি, কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য ইত্যাদি।


সাম্প্রতিক ভারত-অস্ট্রেলিয়ার চুক্তিটিকে একটি উল্লেখযোগ্য জয় হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান টেহান। তিনি বলেন, এর মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার অর্থনীতি আরো নিবিড় হবে। সম্প্রতি এবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি জানান, এ চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে আমরা প্রবেশ করেছি। আমাদের প্রতি পাঁচটি চাকরির একটি ভারত-অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর নির্ভরশীল। সে হিসেবে দেখতে গেলে নিঃসন্দেহে এটি ঐতিহাসিক মুহূর্ত।

চুক্তির বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের জন্য এটি একটি সন্ধিক্ষণ।

এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্য ২ হাজার ৭০০ কোটি ডলার। এ চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৪ হাজার ৫০০ কোটি ডলার থেকে ৫ হাজার কোটি ডলারে পৌঁছবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top