সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


কলকাতার বেহালায় চড়কমেলাকে কেন্দ্র করে গোলাগুলি


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২২ ০২:৪১

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪২

কলকাতার বেহালায় চড়কমেলাকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে দুই পক্ষে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ।

দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত বেহালার চড়কতলার প্রফুল্ল সেন এলাকা। দুই পক্ষের মধ্যে বোতল ছোড়াছুড়ি থেকে, গাড়ি ভাঙচুর করা হয়। আহত বেশ কয়েকজন। পুলিশের সামনেই চলে তাণ্ডব। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর থেকে মারধরের অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে রয়েছে বেহালা, পর্ণশ্রী ও লাল বাজার অ্যান্টি রাউডি শাখার পুলিশ।

ঘটনায় উঠে এসেছে তৃণমূলের যুব নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম। এলাকাবাসীর অভিযোগ তার নেতৃত্বে এই হামলা চলে। রাত থেকেই ইট থেকে বোতল ছোড়াছুড়ি হয়। এমনকি বাড়ির মধ্যে ঢুকে মহিলাদের ওপরে মারধর চলে।

এদিকে সোমনাথের বাবার অভিযোগ, এই ঘটনার সঙ্গে তার ছেলে কোনওভাবেই জড়িত নয়। ঘটনার সময় সোমনাথ সেখানে ছিল না। একতরফা বিচার করা হচ্ছে বলেও সোমনাথের বাবা দাবি করেন।

এদিকে সোমনাথের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। তার বাড়ি থেকেও তিনজনকে গ্রেফতার করা হয়। তবে সোমনাথের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

দুই গোষ্ঠীর তরফ থেকেই বেহালার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলার রূপক গঙ্গোপাধ্যায়। রূপকবাবু জানান, এই ধরনের ঘটনা একদমই কাম্য নয়। এটি তৃণমূলের কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নয়। আমার এলাকায় এই ধরনের কাজ হবে সেটা মেনে নেওয়া যায় না। আমি পুলিশকে গোটা ঘটনা খতিয়ে দেখতে বলেছি। দোষীদের অবশ্যই গ্রেফতার করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top