সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


৪৯ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে দিল্লী


প্রকাশিত:
১৯ মে ২০২২ ১৯:০৯

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০২

 

তীব্র তাপদাহের কবলে ভারতের রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা।অন্যদিকে দেশটির সর্বদক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চলছে প্রবল বর্ষণ।ইতোমধ্যে ওই রাজ্যের ৫ জেলায় জারি করা হয়েছে ভারী বর্ষণের সতর্কতা।

ব্রিটিশ সংবাদ মাধ্যস বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯.২ ডিগ্রি সেলসিয়ার।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বান্দা জেলায় মে মাসে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা এটি, এর আগে ১৯৯৪ সালের ৩১ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার বৈরি আচরণের কারণে এমন তাপদাহ শুরু হয়েছে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আরো দু’একদিন এ ধারা অব্যাহত থাকতে পারে।

দিল্লি ছাড়াও ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও হরিয়ানার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। রোববার এসব রাজ্যের অনেক অঞ্চলে তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়ে গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top