সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


দুই মাসের লকডাউন শেষে করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করলো চীন


প্রকাশিত:
১ জুন ২০২২ ২০:১৫

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৫

 

চীনের অর্থনৈতিক কেন্দ্র এবং বৈশ্বিক বাণিজ্যিক হাব সাংহাই দুই মাসের লকডাউন শেষে করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। সাংহাই শহরের প্রায় ২৫ মিলিয়ন বাসিন্দাকে মুক্তভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, এর পরেও সাড়ে ছয় লাখ বাসিন্দা তাদের বাড়িতে অবস্থান করবে।

চীনে 'জিরো কোভিড' নীতি বহাল রয়েছে করোনা আক্রান্ত কিংবা আক্রান্তদের সংস্পর্শে আসা লোকদের ক্ষেত্রে।
সাংহাই সরকারের মুখপাত্র ইন জিন বলেছেন, করোনা বিধিনিষেধ শিথিল হওয়ার এই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top