সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


জাপানের পার্লামেন্টের ৩৮৪ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া


প্রকাশিত:
১৭ জুলাই ২০২২ ১৮:১৪

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৮

 

জাপানের পার্লামেন্টের ৩৮৪ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যারা “বন্ধুসুলভ নয়” বা “রাশিয়াবিরোধী অবস্থান নিয়েছে”। অন্যদিকে টোকিও রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফ্রিজ করতে জি৭-এ যোগ দিয়েছে জাপান।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৪২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top