সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২৬৪ শতাংশ পর্যন্ত বাড়ল


প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ০১:৩০

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৬

 

শ্রীলঙ্কার রাষ্ট্রপরিচালিত একক কম্পানি সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের বিলের হার ২৬৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে মঙ্গলবার। বেশি বিদ্যুৎ ব্যবহারকারীরা তুলনায় কম বৃদ্ধির সম্মুখীন হবে। লোকসানে থাকা সিলোন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) বলেছে, নিয়ন্ত্রক সংস্থা তাদের ৬১ কোটি ৬০ লাখ ডলারের পুঞ্জীভূত ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে এত বেশি হারে মূল্য বৃদ্ধির অনুমতি দিয়েছে। নয় বছরের মধ্যে এটাই প্রথম বিদ্যুতের মূল্যবৃদ্ধি।

সিইবি ৮০০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির জন্য বলেছিল। তবে নিয়ন্ত্রক সংস্থা সর্বোচ্চ ২৬৪ শতাংশে সীমাবদ্ধ করেছে, কর্মকর্তারা জানিয়েছেন।

৭৮ লাখ পরিবারের মধ্যে মাসে ৯০ কিলোওয়াটের কম বিদ্যুৎ ব্যবহার করা দুই-তৃতীয়াংশই সর্বোচ্চ বৃদ্ধির দ্বারা প্রভাবিত হবে। অন্যদিকে বড় গ্রাহকরা মাত্র প্রায় ৮০ শতাংশ বেশি বিল দেবে।

বর্তমানে আড়াই রুপি প্রতি ইউনিট বিল দেওয়া ক্ষুদ্রতম ভোক্তাদের ৮ রুপি করে দিতে হবে। অন্যদিকে প্রতি ইউনিট ৪৫ রুপি দেওয়া বড় ভোক্তাদের পরিশোধ করতে হবে ৭৫ রুপি করে।

একমাত্র রাষ্ট্রীয় বিদ্যুৎ কম্পানি সিইবি তার জেনারেটরের জন্য তেল কিনতে না পারায় দেশটি দীর্ঘসময় লোডশেডিংয়ের মুখোমুখি হচ্ছে।

শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে এর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এমনকি খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো সবচেয়ে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ তাদের নেই। এ কারণে দ্রব্যমূল্য হয়েছে আকাশচুম্বী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top