সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধস


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ০৩:৪৮

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৬

 

ভারতের হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে। এতে গত দুই দিনে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।

শুক্রবার (১৯ আগস্ট) থেকে ভারী বর্ষণের ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে হিমাচল প্রদেশে। এতে প্রদেশটিতে একটি পরিবারের আট সদস্য সহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যজুড়ে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আর মান্ডি শহরে নিখোঁজ হওয়া ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।

দেশটির উত্তরাখণ্ডে ধারাবাহিক হুট করে বৃষ্টিতে চারজন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। নদীর পানি বিপদসীমার ওপরে গেছে। রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতের ওড়িশা প্রদেশটি ইতোমধ্যেই বন্যার কবলে পড়ে আছে। প্রায় সাড়ে চার লাখ লোক বন্যায় আটকে আছে ও ৫০০টি গ্রাম ডুবে আছে। রাজ্যের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে আরও ক্ষতির সম্মুখীন হয়েছে প্রদেশটি। দেশটির কর্মকর্তারা ছয়জনের মৃত্যুর খবর দিয়েছেন।

রাজ্য সরকার ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া ও বালাসোরসহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে। প্লাবিত মহানদীতে শনিবার প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে সেখান থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়।

ভারী বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। নিচু এলাকাগুলো তলিয়ে গেছে পানির নিচে। পশ্চিম সিংভূমে বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে রামগড় জেলার নলকারি নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস আগামী কয়েকদিন পশ্চিম মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top