সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মার্কিন ডলারের তুলনায় ভারতের রুপির দামে ফের রেকর্ড পতন


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ১৬:৪৬

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৪

 

মার্কিন ডলারের তুলনায় ভারতের রুপির দামে ফের রেকর্ড পতন। ১৫ পয়সা কমে আজ সোমবার ভারতের বাজারে এক মার্কিন ডলারের দাম দাড়িয়েছে ৮০.১১ রুপি। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় এক মার্কিন ডলারের দাম ছিল ৭৯.৮৭ রুপি। এক ধাক্কায় ৩৪ পয়সা পড়ে গেছে রুপির দাম।

রুপির দাম কমে যাবে, এটিই প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাজার খোলার সময় না হলেও সারা দিনের কোনো এক সময়ে দরপতন ঘটবেই, এমন অনুমান আগেই করা হয়েছিল। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে শেয়ারবাজারে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রা। আশির নিচে নামেনি রুপির দাম। বিনিয়োগকারীরা জানিয়েছেন, অদূর ভবিষ্যতে মুদ্রাস্ফীতির সমস্যার সমাধান করতে হবে। সেই কারণে রেপো রেট বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে রুপির দামের ওপর চাপ বাড়ছে।

অন্যদিকে বাজারে মার্কিন ডলারের দাম বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধির মধ্যেও সুদের হার না কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই মার্কিন ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে। যার ফলে চীনের মুদ্রারও দাম কমেছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব কিছুর প্রভাব এসে পড়বে রুপির দামের ওপর। এমন পরিস্থিতিতে ভারতের রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করলেও রুপির দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন সংশ্লিষ্টরা।

এক ইংরেজি গণমাধ্যমের খবর অনুযায়ী, আইএফএ গ্লোবাল বারবার রুপির দরপতনের পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছে। তারা জানিয়েছে, দুর্বল অভ্যন্তরীণ বাজার, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, বিদেশি পুঁজি কমে যাওয়ায় রুপির দামের ওপর প্রভাব পড়ছে।

চলতি বছরে বারবার রুপির দামে রেকর্ড পতন ঘটেছে। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top