সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


দক্ষিণ আফ্রিকায় শেলের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকছে


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২২ ০১:২২

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৪

 

কৃত্রিম ভূ-কম্পনের মাধ্যমে ভারত মহাসাগর উপকূলে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেলের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) মাখান্দায় এই বিচারকার্য সম্পন্ন হয় যা পরিবেশবিদদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এসময় আদালতের বাইরে কিছু মানবাধিকার সংস্থা কর্মী ও সাধারণ নাগরিকরা উচ্ছ্বসিত হয়।

এদিকে শেলের এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তিনি আরও বলেন, এই রায়ের ওপর ভিত্তি করে আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা করব। তবে প্রতিষ্ঠানটি এই রায়ের বিপক্ষে আপিল করবে কি না এ ব্যাপারে কিছু জানায়নি।

জ্বালানি প্রতিষ্ঠানটি দক্ষিণ আফ্রিকার প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার সমুদ্রসীমার ত্রিমাত্রিক সিসমিক তথ্য সংগ্রহণের পরিকল্পনা ছিল। যা একটি বিশাল প্রাকৃতিক অভয়ারণ্য।

এই অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে প্রতি ১০ সেকেন্ডে প্রতিদিন ৫ মাসব্যাপী শকওয়েভ ব্যবহার করার পরিকল্পনা করছিল যা জলজীবনের জন্য প্রচণ্ড ক্ষতিকর।
দক্ষিণ আফ্রিকার জ্বালানি মন্ত্রী এই রায়ের পক্ষে কথা বলেন এবং যারা এই রায়ের বিপক্ষে তাদের সমালোচনা করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top