সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


শেখ হাসিনার সাথে সাক্ষাতের আমন্ত্রণ না পেয়ে মোদি সরকারের সমালোচনায় মমতা


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০০:৩২

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩২

 

ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের আমন্ত্রণ না পেয়ে কেন্দ্রীয় সরকারের ওপর চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার কলকাতা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের এক সম্মেলনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি চমৎকার সম্পর্কের অংশীদার, অথচ ভারতের কেন্দ্রীয় সরকার তার সফরের সময় আমাকে আমন্ত্রণ জানায়নি।’

মমতা বলেন, ‘আমি দ্বিপক্ষীয় পররাষ্ট্রনীতি বিষয়ে বলতে চাই না। কিন্তু আমি জানতে পেরেছি যে অন্য কোনো রাষ্ট্র কর্তৃক যাতে আমি আমন্ত্রিত না হই কেন্দ্রীয় সরকার সে চেষ্টাই করছে। আমি জানতে চাই, কেন কেন্দ্রীয় সরকার বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের সাথে আমার দেখা করা নিয়ে বিচলিত।’

বৃহস্পতিবার দেশের রাজধানী থেকে ৩৫০ কিলোমিটার দূরের রাজস্থানের খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার আজমির শরীফ পরিদর্শনের মধ্য দিয়ে শেখ হাসিনা চার দিনে ভারত সফর শেষ করেছেন।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে মমতার সাথে দেখা করতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘মমতা আমার বোন। আমি চাইলেই তার সাথে দেখা করতে পারি। সবসময় আমাদের ভালো সম্পর্ক আছে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top