সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


যুক্তরাষ্ট্রে কোভিড মহামারি শেষ হয়েছে : বাইডেন


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২২ ০০:১৭

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৮

 

যুক্তরাষ্ট্রে কোভিড মহামারি শেষ হয়েছে। তবে কোভিড সংক্রান্ত সমস্যা এখনও রয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার প্রচারিত এক সাক্ষাতকারে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ অধিকাংশ ক্ষেত্রেই তুলে নেয়া হয়েছে। ভ্রমণও মহামারি পূর্বের পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় বাইডেনের এসব মন্তব্য আমেরিকান সমাজের বেশিরভাগ বাস্তব অবস্থারই প্রতিফলন।
সিবিসি নিউজের ’সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বাইডেন তার সাক্ষাতকারে বলেন, মহামারি শেষ হয়েছে। কিন্তু এ সংক্রান্ত জটিলতা রয়ে গেছে। আমাদেরকে এখনও এ নিয়ে বিস্তর কাজ করতে হচ্ছে। তবে মহামারি শেষ হয়েছে।
তিনি বলেন, লক্ষ্য করলে দেখবেন কেউ আর মাস্ক পরছে না। প্রত্যেকে ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে। এবং আমি মনে করি অবস্থার পরিবর্তন হচ্ছে।
এদিকে বাইডেনের মন্তব্যের মাত্র কয়েক সপ্তাহ আগে তার প্রশাসন সম্ভাব্য করোনার ঢেউ মোকাবেলায় পরীক্ষা ও টিকা কর্মসূচি অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে কয়েকশ’ কোটি ডলার তহবিল চেয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top