সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মুসলিমদের সাথে আলোচনায় বসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ০০:৩৬

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৪

 

দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুসলিমদের সাথে আলোচনায় বসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমের আহমেদ ইলিয়াসির সাথে দেখা করেছেন তিনি।

জানা গেছে, এক ঘণ্টারও বেশি সময় ধরে দু’জনে বৈঠক করেছেন। তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই মুসলিম সম্প্রদায়ের শীর্ষ ব্যক্তিত্বের সাথে দেখা করছেন ভাগবত। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা নিয়েই দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবারের বৈঠক সম্পর্কে আরএসএসের প্রচার সম্পাদক সুনীল আম্বেকর জানিয়েছেন, ‘কিছুদিন আগেই ইলিয়াসি সাহেব মোহন ভাগবতকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই জন্যই আরএসএস প্রধান দেখা করতে গিয়েছিলেন। সমাজের যেকোনো মানুষের সাথেই দেখা করেন তিনি।’

জ্ঞানবাপী মসজিদ নিয়ে বৃহস্পতিবারই বারানসী আদালতে শুনানি শুরু হবে। গত ১২ সেপ্টেম্বর জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের উপাসনার আবেদনকে মান্যতা দিয়ে শুনানি শুরু করার রায় দিয়েছিল বারানসী আদালত। এমন পরিস্থিতিতে ভাগবতের সাথে ইলিয়াসির বৈঠক নিয়ে স্বভাবতই সমালোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

কিছুদিন আগেই মুসলিম সমাজের শীর্ষস্তরের পাঁচ প্রতিনিধির সাথে দেখা করেছিলেন ভাগবত। সেখানেও দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছিল। ভারতের সাবেক নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির সাথে আলাদা করে দেড় ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন ভাগবত। সেখানে আরএসএস প্রধান বলেছিলেন, ‘দেশে যেভাবে অসহিষ্ণুতা বেড়ে চলেছে, তা দেখে আমি সত্যিই খুব দুঃখিত। এভাবে দেশ এগোতে পারে না। সকলের মধ্যে সহযোগিতা বজায় রাখলে তবেই দেশের উন্নতি সম্ভব।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top