সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বিপিন রাওয়াতের পর নতুন প্রতিরক্ষা প্রধান নিয়োগ করল ভারত


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬

 

গত ডিসেম্বরে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ দিল ভারত।

৬১ বছর বয়সী অনিল চৌহান ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে ২০২১ সালের মে মাসে অবসর নেন। অবসর গ্রহনের আগ পর্যন্ত সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমাণ্ডের শীর্ষ কর্মকর্তা ছিলেন তিনি।

বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা প্রধানের পাশাপাশি মন্ত্রণালয়ের মিলিটারি অ্যাফেয়ার্স বিভাগের সচিবের দায়িত্বেও থাকবেন অনিল চৌহান।

১৯৬১ সালে কলকাতায় জন্ম নেওয়া অনিল চৌহান কলকাতা ও বর্তমান উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে পড়াশোনা করেছেন। ভারতের সেনাবাহিনীর ১১ নম্বর গোর্খা রেজিমেন্টে ১৯৮১ সালে কমিশন্ড কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় জাতিসংঘের শান্তি রক্ষাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও তার আছে।

ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান ছিলেন বিপিন রাওয়াত। ২০১৯ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে এই পদে নিয়োগ দিয়োছিলেন। গত বছর ডিসেম্বরে মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় স্ত্রী মধুলিকা রাওয়াত ও ১২ সামরিক কর্মকর্তাসহ নিহত হন বিপিন।

বিপিন রাওয়াত প্রতিরক্ষা প্রধান থাকার সময়ে চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত বিরোধ বাড়ছিল ভারতের। বর্তমানে তা আরও উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top