সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৯৩ জনের মৃত্যু


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ০০:২৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৮

 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ৫৮ জন।

রোববার (৯ অক্টোবর) সকালের দিকে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, গতকাল (শনিবার) বিশ্বে ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৪ লাখ ৫৩ হাজার ১৬৪ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, মহামারির শুরু থেকে বিশ্বে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬০ হাজার ৪৩৪ জনে। এছাড়া শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৫৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। প্রাণহানির তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, ইতালি, ব্রাজিলের মতো দেশ।

এর মধ্যে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ২৭০ জন। ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ১০৬ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ১০৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৭৭৭ জন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top