সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


করোনা মহামারি সমাপ্তির ঘোষণা দেয়ার ব্যবস্থা ডব্লিওএইচও’র নেই


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ১৯:০৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৪

 

করোনা মহামারি শেষ হওয়ার পথে। বিষয়টি দৃশ্যমান। কিন্তু এই সমাপ্তি ঘোষণা দেয়ার ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিওএইচও) নেই।
আনুষ্ঠানিকভাবে কখন মহামারি অবসানের ঘোষণা দেয়া হবে এ ধরনের এক প্রশ্নের জবাবে ডব্লিওএইচও বলছে, এর কোন নির্দিষ্ট দিনক্ষণ নেই। মহামারি সমাপ্তি ঘোষণার কোন ব্যবস্থা ডব্লিওএইচও’র নেই। তবে জরুরি জনস্বাস্থ্য বিষয়ে সতর্ক করার ব্যাপারে সংস্থাটির নিজস্ব পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিসমূহের কোন ধাপ প্রয়োগ করা হবে তা নির্ধারণে সংস্থাটির মহাসচিব জরুরি কমিটির কাছে পরামর্শ চাইতে পারেন।
কোভিড বিষয়ক জরুরি কমিটি প্রতি তিনমাস অন্তর বৈঠকে বসে। অক্টোবরে তাদের বৈঠকে বসার কথা রয়েছে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৭ অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে মহামারি শুরুর পর এ পর্যন্ত ৬১ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৬৮০ জনের করোনায় আক্রান্ত এবং ৬৫ লাখ ৩২ হাজার ৭০৫ জনের মৃত্যুর খবর পেয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top