সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


চীনা বিমান অনুপ্রবেশ করলে ভূপাতিত করা হবে : তাইওয়ান


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২২ ০৩:৩৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৬

তাইওয়ানের আকাশে চীনা বিমানের অনুপ্রবেশ ঘটলে নিজেদের নিরাপত্তা রক্ষায় তা ভূপাতিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাইপে। এমনকি বেইজিংয়ের সাথে যুদ্ধে যেতেও পিছু হটবে না বলে সাফ জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান।
দিন দিন বেড়েই চলেছে তাইওয়ান-চীন উত্তেজনা। তাইপের সীমানায় চীনা বিমান অনুপ্রবেশের ঘটনাও এখন আর নতুন কিছু নয়। অঞ্চলটিতে চীনা সামরিক শক্তি জোরদার করাকে কেন্দ্র করে মার্কিন সেনা তৎপরতাও বেড়েছে। সম্প্রতি তাইপে প্রণালিতে একাধিকবার পারমাণবিক যুদ্ধজাহাজের টহলে সেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। চীন হামলা চালালে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।
তাইওয়ানের সীমানায় চীনা বিমান অনুপ্রবেশ ঠেকাতে এবার বেইজিংয়ের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাইপে। এক বিবৃতিতে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা বিভাগের প্রধান বলেন, আবারো চীনা বিমান কিংবা ড্রোনের অনুপ্রবেশ ঘটলে নিজেদের নিরাপত্তা রক্ষায় তা ভূপাতিত করা হবে। প্রয়োজনে চীনের সাথে যুদ্ধে যেতেও পিছু হটবে না বলে সাফ জানিয়েছেন তিনি।
চীনের হুমকি মোকাবিলায় যুদ্ধাজাহাজ তৈরি করা হবে বলেও জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান। ২০২৬ সালের মধ্যেই এগুলো নৌবহরে যুক্ত হবে বলেও নিশ্চিত করেন তিনি। একইসাথে চীনা সাবমেরিন ধ্বংস করতে বিশেষ ধরনের রণতরী বানানো হবে বলেও জানানো হয়।
সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার আকাশসীমার আশপাশে চীনা বিমান অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিউল। তাদের দাবি, বিমান অনুপ্রবেশ ঘটিয়ে প্রতিপক্ষের পাল্টা জবাবের সক্ষমতা যাচাই করছে বেইজিং।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top