সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


প্রবল তাপমাত্রায় ভারতে মৃত্যু বেড়েছে ৫৫ শতাংশ


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২২ ০১:১৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৬

 

প্রবল তাপমাত্রায় ভারতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২০০০ থেকে ২০০৪ সাল এবং ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে মৃত্যু ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার আন্তর্জাতিক মেডিকেল সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সাম্প্রতিক বছরগুলোতে প্রবল দাবদাহের মুখোমুখি হয়েছে ভারত।


দেশটির বিভিন্ন অংশে গ্রীষ্মে চরম দাবদাহ হওয়ার বিষয়টি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে দাবদাহ এখন আরো দীর্ঘ ও তীব্র এবং নিয়মিত হয়ে উঠেছে।

বার্ষিক ল্যানসেট কাউন্টডাউন শীর্ষক গবেষণায় ভারতসহ ১০৩টি দেশের তথ্য খতিয়ে দেখা হয়েছে। গবেষকরা বলছেন, চলতি বছরের মার্চ এবং এপ্রিলের মধ্যে ভারত ও পাকিস্তানে যে দাবদাহটি দেখা দেয়, তার নেপথ্যে ছিল জলবায়ু পরিবর্তন।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, ‘প্রবল তাপমাত্রার মুখোমুখি হওয়ার বিষয়টি মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। এটি হূদরোগ এবং শ্বাসযন্ত্রের সমস্যার মতো নানা জটিলতা ঘটায় এবং হিট স্ট্রোক, প্রতিকূল গর্ভাবস্থা, ঘুমের সময়ের ক্ষতি এবং দুর্বল মানসিক স্বাস্থ্য ও আঘাতজনিত মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করে। ’

ভারতে ২০২১ সালে তাপপ্রবাহের কারণে ১৬ হাজার ৭২০ কোটি শ্রমঘণ্টা নষ্ট হয়েছে বলেও জানিয়েছে গবেষণাটি। এতে বলা হয়েছে, শ্রমঘণ্টা নষ্ট হওয়ার ফলে দেশের জিডিপি’র প্রায় ৫.৪ শতাংশের সমপরিমাণ আয় কমেছে।

এ বছরের শুরুতে যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের এক গবেষণায় জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তানে রেকর্ড গড়া দাবদাহ হওয়ার আশঙ্কা একশ ভাগের বেশি।

গবেষণায় আরো জানানো হয়, জলবায়ু পরিবর্তন না থাকলে এ ধরনের প্রবল তাপমাত্রা প্রতি ৩১২ বছরে মাত্র একবার দেখা দিতো।

ল্যানসেটের গবেষণা প্রতিবেদন বলছে, বৈশ্বিকভাবে গত দুই দশকে তাপমাত্রা সংক্রান্ত মৃত্যু দুই-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top