সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ড্রোন হামলায় ইউক্রেনের ওডেসা বিদ্যুৎহীন


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২২ ০২:২১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৬

 

শনিবার রাতে রাশিয়ার কামিকাজে ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা নগরী বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।

প্রেসিডেন্ট প্রশাসনের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, এখন পর্যন্ত নগরীটি বিদ্যুৎবিহীন।
হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডসহ শুধু গুরুত্বপূর্ণ অবকাঠামোতেই বিদ্যুৎ ব্যবহারের সুযোগ ছিল।

টিমোশেঙ্কো বলেন, পরিস্থিতি কঠিন হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমপন্থী ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরটি অনেক ইউক্রেনীয় ও রাশিয়ানদের জন্য একটি প্রিয় অবকাশ গন্তব্য ছিল।

ওডেসা অঞ্চলের গভর্নর ম্যাকসিম মারচেঙ্কো বলেছেন, রাশিয়া রাতের বেলা কামিকাজে ড্রোন দিয়ে নগরীটিতে হামলা করেছে।

তিনি বলেন, হামলার ফলে আমাদের অঞ্চলের প্রায় সব জেলা ও কমিউনিটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মার্চেঙ্কো আরো বলেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।

কিয়েভ শুক্রবার বলেছে, ইউক্রেনীয় বিদ্যুৎ গ্রিডে নিয়মতান্ত্রিক রাশিয়ান হামলার সর্বশেষ লড়াইয়ের কয়েকদিন পরে ওডেসাসহ যুদ্ধ-বিধ্বস্ত দেশের দক্ষিণ অঞ্চলগুলো সবচেয়ে খারাপ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে।

রাশিয়া সোমবার ইউক্রেনের মূল অবকাঠামোতে কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, বারবার হামলার পরে ইতোমধ্যে দেশটির গ্রিডের ওপর চাপ তৈরি করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top