সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৩ ০৪:৪৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪১

 

বিশ্ব অর্থনীতির অবস্থা খারাপ হতে যাওয়ায় খরচ কমাতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ এবং অ্যামাজন স্টোরসহ বেশ কয়েকটি বিভাগের কর্মীরা এই ছাঁটাইয়ের কবলে পড়তে পারেন, সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তি খাতে জায়ান্ট কম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি জানান, যাদের চাকরি যাচ্ছে তাদেরকে আগামী ১৮ জানুয়ারি থেকে জানানো হবে
আমরা কর্মীদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা-সুবিধা ও অন্যত্র চাকরির ব্যবস্থা করার মতো সহযোগিতা করছি।

কম্পানিটির কর্মীর সংখ্যা তিন লাখের মতো, সেই হিসাবে ১৮ হাজার কর্মী ছাঁটাই হলে অ্যামাজনের প্রায় ৬ শতাংশ কর্মী চাকরি হারাবেন, গত নভেম্বরে অ্যামাজন বলেছিল, কম্পানিটি কর্মী ছাঁটাইয়ের একটি পর্ব শুরু করতে যাচ্ছে।
তবে ঠিক কত কর্মী ছাঁটাই করা হবে, ওই সংখ্যা তখন জানানো হয়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top