সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


প্রিন্সের কাছে হজ নিষেধাজ্ঞা তোলার দাবি পাকিস্তানি হিজড়াদের


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

প্রিন্সের কাছে হজ নিষেধাজ্ঞা তোলার দাবি পাকিস্তানি হিজড়াদের

পাকিস্তানে দুই দিনের সফর শেষে আজ সোমবার বিকেলে ভারত পৌঁছেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রোববার পাকিস্তানের হিজড়া সম্প্রদায় হজ ও উমরাহ পালনে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রিন্সে কাছে দাবি জানায়। 



দেশটির গণমাধ্যম ‘দি এক্সপ্রেস ট্রিবিউন’ এই খবর প্রকাশ করেছে। সৌদি আইন অনুসারে, শুধু পুরুষ ও নারীরা হজ ও উমরাহ ভিসার জন্য আবেদন করতে পারে।



সম্প্রদায়টি ক্রাউন পিন্সকে পাকিস্তান সফর করায় স্বাগত এবং জেন্ডার কলামের ‘এক্স’ ক্যাটাগরিতে থাকা মানুষের জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ভূমিকা রাখার আহ্বান জানায়।



<iframe frameborder="0" height="177" id="aswift_2" name="aswift_2" scrolling="no" width="708"></iframe>



জেন্ডার কলামের ‘এক্স’ ক্যাটাগরিতে হিজড়া হিসেবে প্রথম পাসপোর্ট পাওয়া ফারজানা জ্যান সম্প্রদায়টিকে সরকারিভাবে স্বীকৃতি দেয়ায় পাকিস্তানি সরকারের প্রশংসা করেন।



তিনি মনে করেন যে পাসপোর্টে ভিন্ন আইডেন্টিটি থাকলে সম্প্রদায়টি ধর্মীয় বাধ্যবাধকতা পালন থেকে বঞ্চিত হবেন।



তিনি বলেন, ‘এক্স’ ক্যাটাগরির পাসপোর্টের সাহায্যে আমি সারাবিশ্ব ভ্রমণ করতে পারলেও হজ বা উমরাহ পালন করতে পারি না।



খায়বার-পাখতুনখাওয়া’র হিজড়া সম্প্রদায়ের সভাপতি ফারজানা আরও বলেন, পাকিস্তানের নাগরিক হিসেবে আমরা আশা করি ক্রাউন প্রিন্সের এই সফর দুই দেশের সম্পর্ককে শক্তিশালী ও আন্তরিক করবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top