সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠে বৃষ্টি-তুষারপাত, ঘরছাড়া মানুষের ভোগান্তি চরমে


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৩ ২০:৪৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৭

 

ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠ শহর মাটিতে দেবে যাওয়ার ঘটনার মধ্যেই বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। এতে করে সেখানকার পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। 

স্থানীয় সময় শুক্রবার জোশীমঠ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আউলিতে তুষারপাত শুরু হয়েছে। তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে জোশীমঠের রাস্তায় রাত কাটানো বাসিন্দারা।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জোশীমঠে শুক্রবার ১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি এবং তুষারপাতের জেরে জোশীমঠসহ চামোলি জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস।

২ জানুয়ারি থেকে শুরু করে বিগত কয়েক দিনে জোশীমঠের ৭৬০-এরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভয় ধরানো ফাটল দেখা গেছে সেই শহরের রাস্তা-মন্দির-জমিতেও। আতঙ্কে রাতারাতি ভিটেমাটি ছাড়া সেই শহরের বহু মানুষ। তাদের ঠাঁই হয়েছে আশ্রয় শিবিরে। 

এখন পর্যন্ত প্রায় ১৬৯টি পরিবারকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। জোশীমঠকে ‘বসবাসের অযোগ্য’ বলেও ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু বিপদে পড়েছেন তারা, যাদের এখনো আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়নি। 

তলিয়ে যাওয়ার ভয় তাদের এমনভাবে গ্রাস করেছে যে, তারা নিজেদের বাড়িতেই রাত কাটাতে ভয় পাচ্ছেন। আপাতত তাদের ঠাঁই হয়েছে রাস্তায়। প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে বের করে এনে শৈত্যপ্রবাহের মধ্যে খোলা আকাশের নীচে বাস করছেন তারা। বৃষ্টি এবং তুষারপাতে তাদের ভোগান্তি আরো বেড়েছে।

স্থানীয় আহাওয়া অফিসের পরিচালক বিক্রম সিং বলেন, জোশীমঠ এবং আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আরো কমবে। রাতের তাপমাত্রা ২.৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। দিনের বেলায় ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা। আগামী কয়েক দিন উত্তরাখণ্ডে শুষ্ক আবহাওয়া থাকবে। তার পর আবার বৃষ্টি এবং তুষারপাত হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top