সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


নেপালে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৩ ০২:৪৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৫

 

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ থেকে আগেই একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের ভিডিও পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, এবার ইয়েতি এয়ারলাইনসের বিধ্বস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। 

ওই বিমানে থাকা ৭২ জন আরোহীর মধ্যে ৬৮ জনের মরদেহ রবিবারই উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের খোঁজে সোমবার উদ্ধার অভিযান চলছে।

তবে কাউকে জীবিত পাওয়ার আশা উদ্ধারকর্মীরা আর দেখছেন না। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সেতি নদীর গভীর পার্বত্য খাদে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।

পুলিশের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, এ পর্যন্ত ৬৮ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাঠমান্ডু থেকে ৭২ জন আরোহী নিয়ে উড়ে পর্যটন নগরী পোখরায় নামার পথে ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২-৫০০ বিমানটি বিধ্বস্ত হয় রবিবার সকালে।

রবিবার দিনভর ওই দুর্গম এলাকায় তল্লাশি শেষে রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছিল। সকালে আবারও সেখানে কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। সকালেই তারা ধ্বংসস্তূপের মধ্যে থেকে ব্ল্যাক বক্স দুটি উদ্ধার করেন।

কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতুয়ালা বলেছেন, ব্ল্যাক বক্সগুলো অক্ষত অবস্থায় আছে বলে বাইরে থেকে দেখে মনে হয়েছে।

ইয়েতি এয়ারলাইনসের বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। শেষ মুহূর্তে বিমানে কী ঘটেছিল, ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে সে বিষয়ে তথ্য মিলতে পারে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top