সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.২ তীব্রতার ভূমিকম্প আঘাত


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৩ ০২:২০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

 

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.২ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল।
সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় এটি আঘাত হানে। এতে সুনামির কোন আশংকা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ।
এছাড়া দেশটির দুর্যোগ সংস্থা বলেছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিক ভাবে হতাহত কিংবা বড়ো ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।
তবে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ ইন্দেনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
গত ২১ নভেম্বর জনবহুল পশ্চিম জাভায় ৫. ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৬০২ জন প্রাণ হারিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top