সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামিমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৯

আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামিমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামিমা বেগমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন শামিমা।



শামিমা ২০১৫ সালে লন্ডন থেকে সিরিয়া গিয়ে আইএসে যোগ দিয়েছিলেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। বর্তমানে ১৯ বছর বয়সী শামিমা এক সন্তানের মা। বর্তমানে সিরিয়ার শরণার্থী শিবিরে আছেন তিনি। এই সপ্তাহেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। 



ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চিঠি দেয়া হয় শামীমার পরিবারকে। 





 

চিঠিতে বলা হয়, আপনাদের মেয়ে শামিমা বেগমের বৃটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।



শামিমার পরিবারকে অনুরোধ করা হয়েছে, তারা যেন মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্ত শামিমাকে জানিয়ে দেয়। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top