সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় যাচ্ছেন গেব্রিয়াসিস


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫১

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেছেন, তিনি প্রতিবেশী তুরস্কের সাথে যুগপৎ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া সফরে যাবেন। সাম্প্রতিক এই ভূমিকম্পে ২৪ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার ‘হু’ প্রধান এক টুইট বার্তায় বলেন, তিনি সিরিয়া সফরে যাবেন। সেখানে তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করবেন। তিনি বলেন, সারা দেশে ডব্লিউএইচও-এর দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই সময়ে জাতিসংঘ ঘোষণা করেছে, ‘সংস্থার মানবাধিকার ও জরুরি ত্রাণ’ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এই সপ্তাহের শেষ দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়া সফরে যাবেন।

বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং-এর একজন কর্মকর্তা বলেন, বিধ্বংসী ভূমিকম্পের পর প্রথম একটি ত্রাণবাহী বহর বৃহস্পতিবার ভোরে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পৌঁছেছে। গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দুই দেশের কর্মকর্তা ও চিকিৎসকরা বলেছেন, ভূমিকম্পটি পুরো প্রতিবেশী এলাকা সমতল করে দিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top