সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


দিল্লিতে বিবিসি অফিসে হানা দিয়েছে আয়কর দপ্তর


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৬

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৬

 

ভারতের দিল্লিতে অবস্থিত ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) অফিসে হানা দিয়েছে দেশটির আয়কর দপ্তর। আচমকাই এমন অভিযান চালিয়েছে তারা। তবে কারণ এখনো জানা যায়নি।

সংবাদ সংস্থা এএনআইর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বিবিসির কর্মীদের ফোনও বাজেয়াপ্ত করা হয় এবং সেখানে কর্মরত বিবিসির কর্মচারীদের তাড়াতাড়ি অফিস ছেড়ে চলে যেতে বলা হয়। শুধু দিল্লি নয়, মুম্বাইয়ে অবস্থিত বিবিসির অফিসেও আয়কর দপ্তর হানা দিয়েছে বলে জানা গেছে। এই অভিযানকে তারা ‘সার্ভে’ হিসেবে আখ্যা দিয়েছে।

২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র প্রকাশ পায়। এটি নিয়ে সমালোচনা করেছিল কেন্দ্রীয় সরকার। ভারতের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এই তথ্যচিত্র সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। ভারতে বিবিসির সম্প্রচারও বন্ধের আবেদন করে আদালতে জনস্বার্থে মামলাও করা হয়েছিল। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এই তথ্যচিত্রটি নিয়ে বিতর্কের মাঝেই বিবিসির অফিসে এমন ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

‘ইন্ডিয়া দ্য মোদি কেয়েশ্চন’ শীর্ষক ওই বিতর্কিত তথ্যচিত্র ভারতে দেখায়নি বিবিসি। তবে ইউটিউবে ছাড়া হয়েছিল। তবে ভারত সরকার সেটিও ‘ব্লক’ করে দিয়েছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এই তথ্যচিত্রটির বিরুদ্ধে ছিলেন। অভিযোগ উঠেছে, এই তথ্যচিত্রটিতে প্রধানমন্ত্রী তথা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, এই তথ্যচিত্রে বহু মানুষের সাক্ষ্য নেওয়া হয়েছে। যেমন প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা। এ ছাড়া বিজেপির সদস্যদের মন্তব্যও নেওয়া হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top