সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


১৪ মে অনুষ্ঠিত হবে তুরস্কের নির্বাচন : এরদোয়ান


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩

 

বিগত দুই দশক ধরে তুরস্ক শাসন করছেন রিসেপ তাইয়েপ এরদোগান। আসছে ১৪ মে দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। সম্প্রতি নিজেই নির্বাচনের এ তারিখ ঘোষণা করেছেন ৬৮ বছর বয়সি এই নেতা। যদিও সংবিধান অনুযায়ী দেশটির নির্বাচন হওয়ার কথা ১৮ জুন। গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়েছে দেশটি। স্বাভাবিক কারণেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে তুরস্কের গণমাধ্যম খবর দিয়েছে যে, পূর্বে নির্ধারিত তারিখেই অর্থাৎ ১৪ মে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় প্রেসিডেন্ট এরদোগান। বুধবার ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমিকম্পের কারণে গত দুই সপ্তাহ ধরে নির্বাচন ইস্যুতে কথা বলেননি প্রেসিডেন্ট এরদোগান। তবে বুধবার একে পার্টির সিনিয়র সদস্যরা দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক করেছেন। যেখানে প্রেসিডেন্ট এরদোগান উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দলের নেতারা পূর্ব ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছেন।

একে পার্টির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে— সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ১১ প্রদেশ বিধ্বস্ত এবং ৪৩ হাজারের বেশি মানুষ মারা গেলেও পূর্বে ঘোষিত নির্বাচনি সময়সূচি মেনে চলার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গত ৬ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ওই ভূমিকম্প। এতে ভেঙে পড়েছে ৮৪ হাজারের বেশি ভবন। সব মিলিয়ে এক কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতির শিকার হয়েছেন। বসতি হারিয়ে আশ্রয়কেন্দ্রে দিন কাটছে অসংখ্য মানুষের। এমন পরিস্থিতিতেও নির্বাচন করতে বদ্ধপরিকর ক্ষমতাসীন দল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top