সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ঘূর্ণিঝড় জুডির আঘাত


প্রকাশিত:
৬ মার্চ ২০২৩ ০২:১০

আপডেট:
৬ মার্চ ২০২৩ ০২:১৫

 

ঘূর্ণিঝড় জুডি বুধবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে আঘাত হেনেছে। প্রবল বাতাসে গাছপালা উপড়ে গেছে এবং বন্যার পানিতে তলিয়ে গেছে সড়কসমূহ।

স্থানীয় দুর্যোগ প্রতিরোধ কর্মকর্তারা বলেছেন, ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি ক্যাটাগরি চারে রূপ নেয়ার আগেই রাজধানী পোর্ট ভিলা পাড়ি দেয়।

এ পর্যন্ত এতে হতাহত কিংবা ব্যাপক ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে দেশটির জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা কার্যালয় রেড এলার্ট জারি করেছে এবং বাসিন্দাদের ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে।

চার্চ এবং সরকারি ভবনসমূহ আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে।

দেশটির তিন লাখ ২০ হাজার বাসিন্দার কাছে শক্তিশালী ঝড় অপরিচিত কিছু নয়। কিন্তু জুডি ঘূর্ণিঝড় এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top