সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ


প্রকাশিত:
২৩ মার্চ ২০২৩ ২২:২৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৬

 

খালিস্তানপন্থীরা লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ করেছেন। গত তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় বার হলো। তবে পুলিশ সক্রিয় থাকায় বুধবার (২৩ মার্চ) জড়ো হওয়া খালিস্তানপন্থী জনতা সোমবারের (২০ মার্চ) মতো হাইকমিশনের অফিসে প্রবেশ করতে পারেনি এবং ভাঙচুর করতে পারেনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে সেন্ট্রাল লন্ডনে ভারতীয় হাইকমিশনের (ইন্ডিয়া হাউজ নামে পরিচিত) সামনে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করে স্কটল্যান্ড ইয়ার্ড। ব্যারিকেড দিয়ে ভবনটি ঘিরে রাখা হয়েছিল।

খালিস্তানপন্থীরা লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ করেছেন।খালিস্তানপন্থীরা লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে আবারও বিক্ষোভ করেছেন।

ঋষি সুনাকের সরকার নয়াদিল্লি থেকে 'কঠোর বার্তা' পাওয়ার পরে প্রাথমিকভাবে রুটিন সতর্কতা জোরদার করেছে বলে মনে করা হয়েছিল। তবে পাঞ্জাবে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের অনুসারীদের হামলার খবর পাওয়ার পরে শীঘ্রই এটি স্পষ্ট হয়ে যায় যে নিরাপত্তা ব্যবস্থা এ কারণে কঠোর করা হয়েছিল।

এদিন প্রায় দুই হাজার খালিস্তানপন্থী 'ইন্ডিয়া হাউস' এর সামনে জড়ো হন। 'আমরা খালিস্তানকে চাই', 'খালিস্তান জিন্দাবাদ', 'অমৃতপালকে মুক্ত করো' এই স্লোগান দিচ্ছিল তারা। অমৃতপালের অনুসারীরা পাঞ্জাবের 'সেকেন্ড ভিন্দ্রানওয়ালে'তে ভারতীয় হাইকমিশনের দিকে কালির বোতল, পানির বোতল ও পাথর ছুঁড়ে মারে।

ঋষি সুনাকের সরকার নয়াদিল্লি থেকে 'কঠোর বার্তা' পাওয়ার পরে প্রাথমিকভাবে রুটিন সতর্কতা জোরদার করেছে বলে মনে করা হয়েছিল।

তবে পুলিশ সতর্ক থাকায় তারা প্রবেশ করতে পারেননি। এর আগে সোমবার বিকেলে অমৃতপালের সংগঠন 'ওয়ারিস পাঞ্জাব দে' এর সমর্থকরা ইন্ডিয়া হাউসের চূড়া থেকে জাতীয় পতাকা খুলে খালিস্তানি পতাকা উত্তোলন করেন।

এরপরই ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করে সতর্ক করে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সকালে দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। সুনাক সরকারকে 'বার্তা' দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top