সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মোদির জন্মদিনে আনা আটটি চিতার একটির মৃত্যু


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৩ ২২:৪৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪২

 

নামিবিয়া থেকে ভারতে আনা আটটি চিতার মধ্যে একটির মৃত্যু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিনে ওই চিতাগুলোকে মধ্য প্রদেশের কুনো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। তার ছয় মাস পর অসুস্থ হয়ে মৃত্যু হলো একটি স্ত্রী চিতার।

কুনো জাতীয় উদ্যান সূত্রে জানা যায়, মৃত স্ত্রী চিতাটির নাম ‘সাশা’। অভয়ারণ্যে সাশার জন্য তৈরি ঘেরাও করা নির্দিষ্ট জায়গার মধ্যেই সোমবার মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

মধ্য প্রদেশের বন দপ্তর জানিয়েছে, সাশা গুরুতর অসুস্থ বলে জানুয়ারি মাসেই চিকিৎসকরা জানিয়েছিলেন। সেই সময় থেকেই শরীরে পানির ঘাটতি জনিত সমস্যা বা ডিহাইড্রেশনে ভুগছিল সে। একই সঙ্গে তার শরীর থেকে তরল বিয়োগের স্বাভাবিক প্রক্রিয়াও ব্যাহত হচ্ছিল। কিডনির সমস্যায় ভুগছিল সে। যদিও অন্য একটি সূত্রের দাবি, সাশাকে নামিবিয়া থেকে আনার আগেই এই কিডনিজনিত রোগে আক্রান্ত হয়েছিল সে।

ভারতে চিতার বংশবৃদ্ধির জন্যই নামিবিয়া থেকে পাঁচটি স্ত্রী চিতা এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছিল। তার মধ্যেই একটি স্ত্রী চিতার মৃত্যু হলো। ফলে মধ্য প্রদেশের কুনো অভয়ারণ্যে এখন বাকি রইল ৪টি স্ত্রী চিতা এবং ৩টি পুরুষ চিতা।

মধ্য প্রদেশের বন দপ্তর এবং দেশের বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার তত্ত্বাবধানে চিতাটির দেখাশোনা চলছিল। সম্প্রতি চিতাটি একটু বেশি অসুস্থ হয়ে পড়ায় ভোপাল থেকে বিশেষজ্ঞ পশু চিকিৎসক অতুল গুপ্তাকে আনা হয়েছিল সাশার চিকিৎসার জন্য। কিন্তু তার পরও বাঁচানো যায়নি চিতাটিকে

মধ্য প্রদেশের বন দপ্তর বলেছে, ‘দেশে চিতার বংশবৃদ্ধির যে পরিকল্পনা করে চিতাটি আনা হয়েছিল, সাশার মৃত্যুতে সেই প্রকল্পে বড় ক্ষতি হলো।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top