সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীর কাছে মিলল ৬ কোটি রুপির সোনা


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৩ ২১:১২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫২

 

ভারতের মুম্বাই বিমানবন্দরের দুই যাত্রীর কাছ থেকে একই দিনে প্রায় ছয় কোটি রুপি মূল্যের বেআইনি সোনা উদ্ধার করেছে দেশটির শুল্ক দপ্তর। অভিযুক্ত যাত্রীদের গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিমানবন্দরে পৌঁছন শুল্ক দপ্তরের কর্মকর্তারা। তাদের হাতেই ধরা পড়েছেন ইয়াকুম মোহাম্মদ আলবালুশি এবং জিশান নামে দুই যাত্রী। শনিবার দুবাই থেকে মুম্বাই বিমানবন্দরে পা রেখেছিলেন ইয়াকুএমবিনিজের সঙ্গে কী কী জিনিসপত্র রয়েছে, তা না জানিয়েই বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সন্দেহজনক আচরণ দেখে বিমানবন্দরেই তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে ৯ কেজি ওজনের দশটি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারদর চার কোটি ছয় লাখ রুপি বলে শুল্ক দপ্তরের দাবি। সোনা উদ্ধারের পর ওই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

একই দিনে একই বিমানবন্দর থেকে পৃথক ঘটনায় অন্য এক যাত্রীর থেকেও সোনা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, জিশান নামে ওই যাত্রীর কাছ থেকে এক কোটি এক লাখ রুপি মূল্যের সোনার গুঁড়া পাওয়া গেছে। সেগুলো মোমের মধ্যে পুড়ে আনা হয়েছিল।

শুল্ক দপ্তরের দাবি, জিশান নামে ওই যাত্রীকে গ্রেপ্তারের পর জেরায় জানা গেছে, দুই জন ভারতীয় যাত্রীর মাধ্যমে এই বিপুল সোনা মুম্বাই বিমানবন্দরের লাউঞ্জের কর্মীর হাত ঘুরে অভিযুক্তর কাছে পৌঁছেছিল।

চলতি বছর মুম্বাই বিমানবন্দরে উদ্ধার হওয়ার বেআইনি সোনার আর্থিক মূল্যের নিরিখে এটি দ্বিতীয় বৃহত্তম বলে দাবি দেশটির শুল্ক দপ্তরের। এর আগে ফেব্রুয়ারিতে কেনিয়ার দুই নাগরিকের কাছ থেকে ১৮ কেজি ওজনের সোনা উদ্ধার করা হয়েছিল বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যায়। শুল্ক দপ্তরের মতে, সে সময় ওই সোনার বাজারদর ছিল ৯ কোটি রুপি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top