সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


জাপানের প্রধানমন্ত্রীর ওপর ‘স্মোক বোম‘ হামলা


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৩ ২০:৫৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৯

 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর ‘স্মোক বোম‘ হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা প্রিফেকচারে বক্তৃতা দেয়ার সময় তার ওপর এই বোমা নিক্ষেপ করে।

শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বোমা নিক্ষেপ করার পরে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অক্ষত অবস্থায় সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ওয়াকায়ামা সিটিতে বক্তৃতার সময় এক ব্যক্তি হঠাৎ করেই প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারেন। তবে বোমাটি বিস্ফোরণের আগেই প্রধানমন্ত্রী কিশিদাকে নিরাপদে বের করে আনা হয়। যেখানে বক্তৃতা হওয়ার কথা ছিল সেখান থেকে কিশিদাকে সরিয়ে নিয়ে যাওয়ার পরই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।

ঘটনার একটি ভিডিওও ভাইরাল হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী কিশিদার বক্তৃতা শুনতে আসা লোকজনকে ঘটনার পর প্রাণভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

জানা গেছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর সমর্থনে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী কিশিদা।

দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ওয়াকায়ামা সিটিতে ভাষণ দেয়ার সময়ই এই বিস্ফোরণ হয়। ‘স্মোক বোমা’ নিক্ষেপের পর ধোঁয়ায় ছেয়ে যায় সভাস্থল। বিস্ফোরণের পর ঘটনাস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বক্তৃতা শুনতে আসা মানুষজন প্রাণ বাঁচাতে রীতিমত ছোটাছুটি শুরু করেন। গোটা এলাকা কার্যত ঘিরে নিয়ে চলে তল্লাশি অভিযান। নিরাপত্তাকর্মীরা এক ব্যক্তিকে আটক করেছে। এদিনের বিস্ফোরণের পর অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী কিশিদা।

উল্লেখ্য, গত বছরই জাপানের নারা শহরে বক্তব্য রাখার সময় দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের। বক্তব্য রাখার সময় আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক দুষ্কৃতী। লুটিয়ে পড়েন জাপানের সাবেক প্রধানমন্ত্রী। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top