সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৩ ২০:৩৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩২

 

যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়। বুধবার (২৬ এপ্রিল) রাতে তারা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 'অপারেশন কাবেরী'র মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় বলেছেন, 'ভারত তার নাগরিকদের স্বাগত জানিয়েছে। সুদান থেকে প্রথম ফ্লাইটটি নয়াদিল্লিতে পৌঁছেছে। 'অপারেশন কাবেরি' ৩৬০ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে এনেছে।'

যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়।যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়।

দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয়রা। জানা গেছে, এক হাজারেরও বেশি ভারতীয় এখনও সুদানে আটকা পড়েছেন। তবে তাদের উদ্ধারের কাজ চলছে। সরকার শিগগিরই তাদের দেশে ফেরার ব্যবস্থা করবে।

প্রায় দুই সপ্তাহ আগে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। যার ফলে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫০ জন। গৃহযুদ্ধের কারণে অনেক ভারতীয় সুদানে আটকা পড়েছেন।

দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয়রা।দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয়রা।


এদিকে গত সোমবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে সুদানে তিন দিনের যুদ্ধবিরতি চলছে। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) সেদিন যুদ্ধবিরতিতে সম্মত হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top